আজি-----পরিমল সমীরণে
সিঁথি------তোমায় খুঁজি বনে বনে !!
নির্ঝরিনীর সলিল মাঝে
তমঃ তমিস্রে ক্রন্দন বাজে !
সুদূর থেকে মধুর বাণী
আসে------কাছে ভেসে আসে
আমি------তাঁরে খুঁজি হর্ষে মনে
আজি------পরিমল সমীরণে !!
ওগো------জানি না কে মোর অনুরাগে
সে-------সুখে দুঃখে পিছে লাগে !
চপল এই বসুমতি
জাগায়------আমার সাহস জাগায় !
আমি-------পুলকিত কার পরশনে
ডাকি তারে তব হরষনে
নিয়ে যাব ঐ বরিষনে
আজি-------পরিমল সমীরণে !!
তারিখ -১৫/০১/২০০৫
স্থান -চন্ডিপুর, মণিরামপুর, যশোর-৭৪০০